সুনামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় সমস্যা সমাধানের আশ্বাস

সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন ডা. আহমদ হোসেন।

আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, আনসার কমান্ডার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।  

সভায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন পাড়া-মহল্লাসহ বিভিন্ন উপজেলায় চুরি, বখাটেপনা, মাদকদ্রব্যের অবাধ ব্যবহার রোধ ও শহরের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দূরপাল্লার বাস টার্মিনাল স্থানান্তর, ধোপাযান চলতি নদীতে রাতের আঁধারে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সিলেট সুনামগঞ্জ সড়কের পাগলা বাজারের ঐতিহ্যবাহী ডাকবাংলোর পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় মার্কেট নির্মাণ বন্ধ করাসহ নানা সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

leave a reply