সিলেটে নির্বাচনে অনিয়মের অভিযোগ জাতীয় পার্টির প্রার্থীর

সিলেট সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তিনি বলেছেন, অধিকাংশ ভোটকেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে নগরীর আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর এমন অভিযোগ করেন তিনি। বলেন, সিলেট নগরীর পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের সরকারদলীয় লোকজন ভয়-ভীতি দেখিয়ে বের করে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, ‘ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে সিলেট সিটি নির্বাচনে। প্রশাসনসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা আওয়ামী লীগের মেয়র প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্টদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায়।’ 

পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিলেট সিটি করপোরেশনের ভোট। এই সিটির ৪২টি ওয়ার্ডে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।

  • 🎁 Get free iPhone 15: https://seichiz.com/files/go.php 🎁 hs=5e880241f0b670a74b126558f0926d7f* says:

    gkviw2

leave a reply