সিরাজগঞ্জ ইকোনোমিক জোনে ডাকাতির ঘটনায় দু’জন গ্রেফতার

সিরাজগঞ্জে ইকোনোমিক জোনের তিন সদস্যকে মারপিট করে মালামাল লুটের ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। দুই ডাকাত হল সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনা গ্রামের বাছেত আকন্দের ছেলে আমিরুল ইসলাম (৩০) ও একই গ্রামের হযরত আলীর ছেলে আব্দুল্লাহ (৩৫)।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত। গত পহেলা নভেম্বর রাতে সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের পিডিএল বেজ ক্যাম্পের তিনজন সদস্যদের মারপিট করে মোবাইল সেট, লোহার রড, জিআই তার, ব্যাটারি, পাম্প, সিমেন্ট, ইলেকট্রিক ক্যাবল, টুলবক্স, পাইপ, ডিজেলসহ প্রায় আট লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে ইঞ্জিন চালিত নৌকায় করে পালিয়ে যায় তারা। এ ঘটনার পরদিন পিডিএল এর ম্যানেজার শফিকুর রহমান বাদী হয়ে মামলা করেন।

এরপর সোমবার রাতে সিরাজগঞ্জ সদর থানা, বেলকুচি ও টাঙ্গাইল থানা এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থেকে লুট হওয়া এক হাজার ২৪৪ কেজি লোহার রড ও ডাকাতি কাজে ব্যবহৃত দু’টি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়েছে।

leave a reply