বিশ্বজুড়ে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। মাঠ ও মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্য তিনি সব সময়ই থাকেন আলোচনায়। বিজ্ঞাপনের মডেল হিসেবেও প্রায়শই দেখা যায় তাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর সেই সাকিবই যেন গায়েব হয়ে গেলেন। কোথাও দেখা মিলছিল না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। ভক্তরাও অপেক্ষায় ছিলেন কবে তিনি মাঠে নামবেন অথবা ক্যামেরার সামনে আসবেন। অবশেষে অপেক্ষা ঘুচলো সাকিব ভক্তদের। সুযোগ থাকলে সিনেমাতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করে আবারো আলোচনায় সাকিব আল হাসান।
সম্প্রতি মার্কিন মুল্লুকে এক নৈশভোজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেমা করার ইচ্ছে আছে কি না এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আসলে এই ধরনের আলোচনাগুলো খুবই অবান্তর। সত্য কথা বলতে আমার কাছে মাঝেমধ্যে হাসি পায় যে মানুষ কতরকম চিন্তা করতে পারে। আসলে সিনেমা করতে তো সমস্যা নেই, আমি সবকিছুর অভিজ্ঞতা নিতে পছন্দ করি। নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া খারাপ কিছু না। যদি মানুষ ভালোভাবে নেয় তাহলে তো ভালো, আর না নিলে আমি আমার পেশাতেই থাকব।’
এছাড়াও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে সাকিব বলেন, ‘যারা দলে নতুন আসছে তারা অনেক ভালো করছে, তাদের পাওয়ার হিটিংয়ে অনেক সামর্থ্য রয়েছে। গত ৭-৮ বছরে যারা আসছে তারা পাওয়ার হিটিংয়ে আমাদের চেয়ে অনেক ভালো। তাই বিশ্বকাপে ভালো কিছুরই প্রত্যাশা করছি।’
বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব। আগামীকাল (২৬ এপ্রিল) দেশে ফেরার কথা রয়েছে সাবেক টাইগার অধিনায়কের। এরপর চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে দুই ম্যাচ খেলে যুক্ত হবেন জাতীয় দলের সাথে।