নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। আকাঙ্খিত এই শিরোপার পেছনে সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার অবদান নিয়ে নতুন করে বলার কিছু নেই। শুধু তাই নয়, দলটির দ্বায়িত্ব নেয়ার পর থেকে প্রিমিয়ার লিগের শিরোপাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে সিটিজেনরা। তবে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর, সিটির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না গার্দিওলা।
তাদের প্রতিবেদনে বলা হয়, বর্তমান চুক্তি শেষ হলে সিটিজেনদের দায়িত্ব ছেড়ে দিতে চান গার্দিওলা। ম্যানচেস্টার সিটির সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার। গত বছরের নভেম্বরে চতুর্থ দফায় সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেন গার্দিওলা। ফলে ২০২৫ সালে অবসান ঘটতে যাচ্ছে ম্যান সিটির সঙ্গে তার নয় বছরের সম্পর্কের।
চলতি মৌসুমে ম্যানসিটিকে ট্রেবল জিতিয়ে নিজের কোচিং ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন গার্দিওলা। ২০২২-২৩ মৌসুমে তার অধীনে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সিটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জেতার কীর্তি গড়েছে তারা। সেই সাথে একমাত্র কোচ হিসেবে ভিন্ন দুটি ক্লাবের হয়ে ট্রেবল জেতার কৃতিত্বও দেখিয়েছেন ৫২ বছর বয়সী এই কোচ। এবার ক্লাব ফুটবল ছেড়ে আন্তর্জাতিক পর্যায়ে কোচের ভূমিকায় দেখা যেতে পারে গার্দিওলাকে।
২০১৬ সালেই তিন বছরের চুক্তিতে ম্যান সিটিতে যোগ দেন গার্দিওলা। সময়ের অন্যতম সেরা কোচ এরপর ২০১৮, ২০২০ ও ২০২২ সালে চুক্তি নবায়ন করেন ম্যানসিটির সঙ্গে। সিটিতে এখন পর্যন্ত সাত মৌসুমে ১৪টি শিরোপা জিতেছেন তিনি। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচের দ্বায়িত্ব পালন করেন গার্দিওলা। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কোচ।