সমবায় মন্ত্রণালয়ের উদ্যোক্তা এ্যাওয়ার্ড পেলেন দশ নারী

রাজধানীতে সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সর্বজয়া মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মিরপুর নিউমার্কেটের ষষ্ঠ তলার জমজম কনভেনশন হলে এই আয়োজন করা হয়।

শুক্রবার সকাল থেকে মেলা শুরু হয়। এতে হস্তশিল্প, পেইন্টিং, জুয়েলারি, বস্ত্র, ব্লক, লেদার, নকশী কাঁথা, মশলা, শুঁটকি, খাবারসহ ৩৪টি স্টল ছিল।

এছাড়াও মেলায় ১০ জন সর্বজয়া উদ্যোক্তা এবং ১০ জন নারীকে সমাজে বিশেষ অবদান রাখার জন্য এ্যাওয়ার্ড দেয়া হয়েছে। সন্ধ্যায় তাদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

এর আগে বিকেল সাড়ে ৫টার বিণিজ্যমন্ত্রী টিপু মুনশী মেলা স্থলে এসে পৌঁছান। এসময় সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোক্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের এবারের আয়োজনের মিডিয়া পার্টনার ছিল মুহূর্ত নিউজ।

leave a reply