শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা

প্রাকৃতিক দুর্যোগের কারণে ১০ দিন পিছিয়ে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে আজও বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরীতে। তাই পরীক্ষা শুরু হয় এক ঘন্টা দেরিতে।

প্রথম দিনে অন্য শিক্ষা বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এবারের পরীক্ষায় মাঠে আছে ১০টি বিশেষ পরিদর্শক টিম। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম তদারকির জন্য মাঠে ৫২টি সাধারণ পরিদর্শক দল ও ১০টি বিশেষ পরিদর্শক দল আছে। পাশাপাশি আছে কট্রোল রুম।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১৩টি কেন্দ্রে ২৭৯টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৩২ জন; ছাত্রী ৫৪ হাজার ৯২৯ জন। গতবারের তুলনায় এবার তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

leave a reply

Reendex

Must see news