শীঘ্রই প্রবাসীদের এনআইডি তৈরি ও বিতরণ প্রক্রিয়া শুরু হচ্ছে

দ্রুততম সময়ের মধ্যে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিতরণের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। রোববার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আবুধাবি দূতাবাসে এক অনুষ্ঠানে এই সুখবর দেন তিনি।

‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ।’ এই প্রতিপাদ্য নিয়ে এবছর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করে বাংলাদেশ দূতাবাস।

এদিন দূতাবাস মিলনায়তনে রাষ্ট্রদূতের সভাপতিত্বে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। দূতাবাসের শ্রম সচিব লুৎফন নাহার নাজিমের সঞ্চালনায় চলে পুরো কার্যক্রম। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয়।

অনুষ্ঠানে দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তারা দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও শ্রম এ প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাণী পাঠ করে শোনান৷ এতে বক্তব্য রাখেন দূতাবাসের লেবার কাউন্সিলার আবদুল আলিম মিয়া, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির কেন্দ্রীয় সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সিনিয়র যুগ্ন সভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, আশীষ বডুয়া, এস এম আলাউদ্দিন, সৈয়দ লুৎফর রহমান, নাছির উদ্দিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পেশার প্রবাসীরা তাদের অভাব অভিযোগের কথা সরাসরি রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তারা দূতাবাসের সেবা, দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পাওয়া, জন্ম সনদ, জনতা ব্যাংকের সেবা, দেশে রেমিট্যান্স পাঠানো সহজ করা, প্রবাসীদের লাশ দেশে পাঠানো, এয়ারপোর্ট হয়রানী, বিমানের সেবা, দূতাবাসে সাপ্তাহিক বা পাক্ষিক বা মাসিক গণশুনানী চালু করাসহ নানান বিষয় তুলে ধরেন। এসময় রাষ্ট্রদূত প্রবাসীদের সমস্যাগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুরাহা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

leave a reply