সামরিক উস্কানি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও তাইওয়ান ইস্যুতে চরম অস্থিরতা বিরাজ করছে বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। সে অবস্থার উন্নয়নে সম্প্রতি চীন সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথেও বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পরপরই শি জিন পিংকে স্বৈরশাসক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের পর এই মন্তব্য করেন বাইডেন। এসময় গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন ধ্বংসের ঘটনাকে সামনে নিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটা স্বৈরশাসকদের জন্য খুব বিব্রতকর। তাঁরা জানতেন না যে কী হয়েছে। বেলুনটি যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি।’
তবে এখনো দুই দেশের সম্পর্কোন্নয়নে সুযোগ শেষ হয়ে যায়নি বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত ‘কোয়াড’ গ্রুপ নিয়ে চীন উদ্বিগ্ন বলে জানান তিনি। তবে দেশটিকে কোয়াড দিয়ে কোণঠাসা করে ফেলার কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেন জো বাইডেন।