রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ নীরব কেন, প্রশ্ন কাদেরের

ঢালাওভাবে আইনের অপব্যবহার রোধে ডিজিটাল সিকিউরিটি আইনের পরিবর্তন করেছে সরকার। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রী সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফার বেলা শেষ হয়ে গেছে, দম ফুরিয়ে এসেছে বিএনপি নেতাদের। রুটিনমাফিক ভারত সফরে গেছে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এর আগে চীনেও গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। ভারত সফরে যাওয়ার পর বিএনপি নেতাদের রাতে ঘুম নেই।

বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশের নির্বাচন ও রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে বিদেশিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই বছর পৃথিবীর ২২টি দেশে নির্বাচন হবে। বাংলাদেশ কী এমন অপরাধ করলো ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকা সবাই ঘুরেফিরে কেন বাংলাদেশে? নাইজার, সুদানে তাদের খবর নেই।

রোহিঙ্গাদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আমাদের ভরণপোষণ করতে হচ্ছে। রোহিঙ্গাদের কারণে আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য, কক্সবাজার ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক সাহায্য কমে যাচ্ছে। এদের কীভাবে খাওয়াবে বাংলাদেশ? জাতিসংঘ কি শুধু শেখ হাসিনার প্রশংসা করে দায়িত্ব শেষ করবে? তাদের বিষয়ে জাতিসংঘ নীরব কেন?

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ছাত্রী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

leave a reply