মাদারীপুরে রোববার (১৮ জুন) ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে শনিবার (১৭ জুন) সকাল ১০টায় মাদারীপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সিভিল সার্জন ডা. মো: মুনির আহমেদ খান বলেন, কেউ যাতে কোনও বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায় তা নয়। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।
এবার ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের ১ম রাউন্ডে মাদারীপুর জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় ১৫০৪টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৩০৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিনিয়র মেডিকেল অফিসার ডা: এম এম খলিলুজ্জামানের স্লাইডের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক ওয়ালিউর রহমান, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, গোলাম মাওলা আকন্দ, মাহবুবুর রহমান বাদলসহ জেলার গণমাধ্যমকর্মীরা।