রেডক্রিসেন্টের সহায়তা পেল সুনামগঞ্জের ৫৪৮ পরিবার

গেল বন্যায় সুনামগঞ্জ সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ৫৪৮টি পরিবারের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নগদ অর্থ ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর সকাল ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসব বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।

এ সময় উপস্থিত ছিলেন, রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, রাহুল দে পাপলু, মোহাম্মদ এমদাদুল হক শাহজাহান, জাতীয় সদর দপ্তরের হেড অব এশিয়া প্যাসিফিক এন্ড আমেরিকা, সুইডিস রেডক্রস প্রতিনিধি ড্যানিয়েল আফটনফাল্ক, মি: রঞ্জন মোহনোট, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুইডিস রেডক্রস, জুনিয়র সহকারী পরিচালক ডিআর বিভাগ ফারুক রহমান, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুদার, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান, আব্দুস ছালাম, যুব প্রধান ফারজানা আল্তার ঝর্ণা, উপ-যুব প্রধান সালেহ আহমদ রিয়াদ, প্রিয়াস শ্যাম প্রীতম প্রমুখ।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের উদ্যোগে ও সুনামগঞ্জ রেডক্রিসেন্টের আয়োজনে প্রতিটি পরিবারকে নগদ সাড়ে চার হাজার করে ২৪ লাখ ৬৬ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়াও তাদের বিভিন্ন জাতের সবজি বীজ দেয়া হয়।

রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সব সময় পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত অসহায়দের আর্থিক ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা প্রদান আমাদের চলমান প্রক্রিয়া।

leave a reply