রুশ আগ্রাসনে ইউক্রেনে ১০ হাজারের বেশি বেসামরিকের মৃত্যু

ইউরোপের সামরিক জোট ন্যাটোর সদস্যভূক্ত হওয়ার চেষ্টা ও আঞ্চলিক বিরোধের জেরে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। প্রায় দেড় বছরের বেশি সময় ধরা চলা এই যুদ্ধে ইউক্রেনে অন্তত ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ এই তথ্য জানান। বেলোসভ বলেন, ‘নিহতদের মধ্যে ৪৯৯ জন শিশু রয়েছে। এছাড়াও প্রায় সাড়ে পনেরো হাজার মানুষ আহত হয়েছেন।’ একই সাথে ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলো মুক্ত হয়ে গেলে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে মত তার।

এর আগে রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রনে প্রাণহানি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। ৭ জুলাই প্রকাশিত সে প্রতিবেদনে বলা হয়, পাঁচ শতাধিক শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে এর প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছিলো আন্তর্জাতিক সংস্থাটি। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ান বাহিনীর দ্বারা সংঘটিত ৯৮ হাজার যুদ্ধাপরাধের রেকর্ড রয়েছে বলেও মন্তব্য করেন বেলোসভ।

leave a reply