রাসিকের উদ্যোগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে ঐতিহাসিক ভূবন মোহন পার্ক শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুরুতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে কাউন্সিলররা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর রাসিকের কর্মকর্তা-কর্মচারি ও কর্মচারি ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরআগে এ দিবসটি উপলক্ষ্যে রাত সাড়ে ১১টায় নগর ভবন হতে একটি শোক শোভাযাত্রা বের হয়। মহানগরীর বিভিন্ন সড়ক ঘুরে এটি ভূবনমোহন পার্ক শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

শ্রদ্ধা নিবেদনকালে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরিফ উদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রাসিকের কর্মকর্তা, কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে বাদ জোহর নগর ভবন মসজিদসহ নগরীর সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

leave a reply