রামপুরায় ট্রাকচাপায় নিহত এক, আহত চার

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে ট্রাকচাপায় এক তরুণ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার ভোররাত সোয়া ১২টার দিকে এই ঘটনাটি ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভোররাত সোয়া ১২টার দিকে কুড়িল বিশ্বরোডের দিক থেকে মালিবাগের দিকে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাক রামপুরা টেলিভিশন সেন্টারের কাছে এসে চার-পাঁচটি গাড়ি ও রিকশাকে ধাক্কা দেয়।’

সে সময় পথচারী এক তরুণ নিহত হন বলে জানান ওসি রফিকুল। তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

leave a reply