রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। ফলে ক্যাম্পাসে নানা রকম ময়লা আবর্জনা জমেছে। পরীক্ষা শুরুর দিন থেকেই বিভিন্ন সংগঠনের সদস্যরা ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। শেষদিন ৩১ মে বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা সমিতির সদস্যরাও এই কর্মসূচিতে অংশ নেন।
শেষ দিন ‘বি’ ইউনিটের শেষ শিফটের পরীক্ষা শেষে নাটোর জেলা সমিতির উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন, খাবার প্যাকেট, ব্যবহৃত বোতলসহ ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্টস্থানে ফেলেন।
নাটোর জেলা সমিতির সভাপতি আলিউল কাওছার বলেন ‘বিগত সময়ের মত আমরা এবারও ভর্তি পরীক্ষার শেষ দিন ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। পরিবেশের সুরক্ষায় আমাদের সবার এগিয়ে আসতে হবে। এই ক্যাম্পাস আমাদের, ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ক্যাম্পাসকে সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব। আমাদের সংগঠনের পক্ষ থেকে এমন ভালো উদ্যোগ আমরা আরও গ্রহণ ও বাস্তবায়ন করতে চাই।’
সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন ‘আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবদিক থেকেই সবচেয়ে সচেতন। আজকের এসব আবর্জনার কারণেই আগামীতে আমাদেরই দূর্ভোগ পোহাতে হবে। তাই আমাদের সবারই নিজ নিজ জায়গা থেকে সচেতনতার পরিচয় দিতে হবে।’
সাধারণ শিক্ষার্থীরা বলেন, নাটোর জেলা সমিতির ক্যাম্পাস পরিষ্কার অভিযান নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এমন শুভ কাজ ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন নাটোর জেলা সমিতির উপদেষ্টা ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ ওসমান গণী, জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, হাবিবুল্লাহ হাবিব, আকমল হোসেন টমাস, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, জুবায়ের আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক উজ্জল আলী সহ আরও অনেকে।