রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থীদের ‘ডীনস অনার্স লিস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষদের আওতাধীন ৫টি বিভাগের এমবিএ পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৮৫ অর্জনকারী ৩৩ জনকে পুরস্কার প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১২জন, ম্যানেজমেন্ট বিভাগে ৯জন, মার্কেটিং বিভাগে ৬জন, ফাইন্যান্স বিভাগে ৪জন, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের রয়েছেন ২জন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মবাইকে ক্রেস্ট, সনদপত্র ও ৫ হাজার টাকা দেয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মো. তামিম মুনজের আল হাসান, মো. মসনদে আলম, মো. শাহা আলী, মো. শহীদুল ইসলাম সোহাগ, সীমা দত্ত, তৃনা সাহা, নাহিদা আক্তার, মোছা. নাসরিন সুলতান জ্যোতি, অন্তিকা সরকার, মোছা. মুক্তা খাতুন, সাদিয়া ইসলাম বৃষ্টি ও মোছা. আফরোজা ইয়াসমিন। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. রায়হান তালুকদার, মো. শাহ্ আলম তালুকদার, মো. রবিউল আওয়াল, মনিয়া শারমিন রিম্পা, সোয়াইব ইসলাম, ফারিয়া ইসলাম অরিদি, হৈমন্তি সুকলা, মো. নুরুল ইসলাম নিপু ও মো. শিপন রানা। মার্কেটিং বিভাগের মুন্নি খাতুন, মো. সোলাইমান মল্লিক, মো. রাহাত তুহিন, হাফিজা ইয়াজ বাহুন সম্পা, জগদিস দাস ও উৎপল কুমার মন্ডল।
ফাইন্যান্স বিভাগের মোহাম্মদ তাহান আব্দুল্লাহ, ইসরাত জাহান, মোহাম্মদ সুজাউল আলম ও নোশিন মুস্তফা মৌ, ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের নাজমুন নাহার শোভা ও রমজান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, শিক্ষা ছাড়া একটি দেশ কখনো আগাতে পারে না। শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে। তোমাদের রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে মেধার প্রমাণ দিতে হবে। সমাজের সব জায়গায় সমতা আনতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আনন্দিত। দেশের মানুষ হিসেবে দেশের উন্নয়নের বিষয়ে শিক্ষার্থীদেরই ভাবতে হবে। জনগণের ট্যাক্সে এ বিশ্ববিদ্যালয় চলছে তাদেরকে যেন আমরা ভুলে না যায় শিক্ষার্থীদের প্রতি সেই আহ্বান জানান তিনি।
ফাইন্যান্স বিভাগের শিক্ষক মো. মোকছিদুল হকের সঞ্চালনায় ব্যাবসায় শিক্ষা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, প্রক্টর ও অ্যাওয়াডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।