রাবিতে ছাত্রলীগের সম্মেলন, জয় বাংলা ধ্বনিতে মুখরিত ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, জয়পুরহাট-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সম্মেলনকে ঘিরে সকাল থেকে ক্যাম্পাসে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। পদপ্রত্যাশী নেতারা জয় বাংলা স্লোগানে মিছিল ও শোডাউন দিয়ে সম্মেলন কেন্দ্রে আসতে থাকেন। মাঠে পদপ্রার্থীদের প্ল্যাকার্ড ও লিফলেট হাতে জয় বাংলা স্লোগান দেন নেতাকর্মীরা।

এদিকে, ছাত্রলীগের সম্মেলন উপলক্ষ্যে ক্যাম্পাসে নিরাপত্তায় নিয়োজিত আছেন গোয়েন্দা সংস্থা ও পুলিশ সদস্যরা। তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ক্যাম্পাসে নিরাপত্তার জন্য ৩৬০ জন পুলিশ কাজ করছেন। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। 

সার্বিক বিষয়ে সম্মেলন ও শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে ছাত্রলীগের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আশা করি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

leave a reply