রাজশাহীতে রঙরেজিনী’র উদ্যোগে ফ্যাশন প্রদর্শনী শুরু

 রাজশাহীতে রঙরেজিনী বুটিক ও ফ্যাশন হাউজের রজতজয়ন্তী উপলক্ষ্যে দুই দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নগরীর মধুবন কনভেনশন হলে প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সমাজসেবী শাহীন আকতার রেণী। রঙরেজিনীর নিজস্ব পণ্যসম্ভার নিয়ে প্রদর্শনীতে দেশীয় ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ও রঙরেজিনীর সঙ্গে দীর্ঘ ২৫ বছর ধরে জড়িতদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এর আগে প্রদর্শনী ঘুরে দেখেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

উদ্বোধন অনুষ্ঠানে শাহীন আকতার রেণী বলেন, রঙরেজিনীর স্বত্ত্বাধিকারী আফরোজা আজিজ মুন্নী একজন সফল উদ্যোক্তা। তিনি অনেক মানুষের কর্মের ব্যবস্থা করেছেন। দেশীয় ঐহিত্য ও সংস্কৃতিকে ধরে কাজ করে চলেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করেছেন। সেটি কাজে লাগিয়ে অনেকেই সফল হয়েছেন। নারী উদ্যোক্তারা আগামীতে আরও এগিয়ে যাবে।

রঙরেজিনীর স্বত্ত্বাধিকারী আফরোজা আজিজ মুন্নীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বিসিক-রাজশাহীর উপ-মহাব্যস্থাপক জাফর বায়েজীদসহ আরও অনেকে।

উদ্যোক্তা আফরোজা আজিজ মুন্নী বলেন, ১৯৯৭ সালের মার্চ মাসের প্রথম দিকে মাত্র চারজন নারীকে সুঁই সুতা ও ফ্রেম কিনে দিয়ে কাজ শেখাই, সেই থেকে শুরু। এরপর আস্তে আস্তে রঙরেজিনী বুটিক ও ফ্যাশন হাউজের জন্ম হয়। শুরুটা যদিও নেশা থেকে পরে তা পেশায় পরিণত হয়েছে। মাঠ পর্যায়ে সেলাই এর কাজ চারজন কর্মী দিয়ে শুরু হলেও এখন প্রায় ১০০০ জনের বেশি নারী কাজ করেন এই প্রতিষ্ঠানে। বর্তমানে রঙরেজিনীর নিজস্ব অফিস, কারখানা ও শো-রুম রয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের শেড়ক অর্থাৎ নিজস্ব শিল্প, সংস্কৃতি, ঐহিত্যকে প্রাধান্য দিয়ে আধুনিকতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলাই আমাদের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, রাজশাহীতে এই প্রথমবারের মতো কোন বুটিক ও ফ্যাশন হাউজের রজতজয়ন্তী উপলক্ষে নিজস্ব পণ্যসম্ভার নিয়ে প্রদর্শনী ও ফ্যাশন শো’র আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে আসার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

উদ্বোধনী দিন শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রদর্শনী চলে। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত হয়েছে ফ্যাশন শো। শনিবার সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।


leave a reply