রাজশাহীতে দু্’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দোকানে চিনির বস্তা লুকিয়ে রাখার অভিযোগে রাজশাহীতে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার বেলা ১২টার দিকে সাহেববাজারের আরডিএ মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

এসময় চিনির বস্তা লুকিয়ে রাখার অভিযোগে মার্কেটের বাগদাদ স্টোরকে ১০ হাজার টাকা ও পণ্যের মূল্য প্রদর্শন না করায় আরেক মুদি ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পণ্যের সঠিক দাম নির্ধারণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন রাজশাহী বিভাগের  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, সারাদেশের মত রাজশাহীতেও চিনির বাজার মনিটরিং চলছে। কোন ব্যবসায়ী বেশি দাম রাখলে সরকারি নির্দেশনা মত তাদেরকে জরিমানা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

leave a reply