রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর মালিবাগের আনসার সদর দপ্তরের বিপরীতে গুলবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করি। পরে আমরা জানতে পারি অজ্ঞাত ওই যুবক অন্যমনস্ক হয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আমরা ওই যুবকের পরিচয় জানতে পারিনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইম সিনের সদস্যদের সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

leave a reply