রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) রাত দশটার দিকে পায়রাবন্দ বাজারের নিজের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তিনি হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মেসি বন্ধ করার মুহূর্তেই পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে হারুন তার ভাই মাছব্যবসায়ী হাকিম আলীর দোকানের মাছ কাটার বটি দিয়ে চেয়ারম্যানের গলায় কোপ দেয়। তাৎক্ষণিকভাবেই রাস্তায় পড়ে যান চেয়ারম্যান মাহবুবুর রহমান। পরে গুরুতর আহত অবস্থায় চেয়ারম্যানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলাকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়। হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসে শত শত মানুষ।
এদিকে হামলার খবরে তাৎক্ষণিক পায়রাবন্দ বাজারে আসেন মিঠাপুকুর রংপুর পীরগঞ্জের এএসপি ডি সার্কেল আবুল হাসান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।
নিহত মাহবুবুর রহমান মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি রংপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মিঠাপুকুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারির দায়িত্বে ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আমরা খবর পেয়েছি চেয়ারম্যানকে মাছকাটার বটি দিয়ে হারুন নামে এক ব্যক্তি কুপিয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আমরা বাড়তি সতর্কতা নিয়েছি, যাতে কোনও প্রকার আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।