যানজট নিয়ে ঘরে ফিরছেন উত্তরাঞ্চলের যাত্রীরা

যানজটের ভোগান্তি নিয়ে ঈদে ঘরে ফিরছেন উত্তরবঙ্গের যাত্রীরা। সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা গেছে। ফলে থেমে থেমে চলছে যানবাহন।

ঈদযাত্রার কারণে দুই লেনের সড়কে একমুখী যান চলাচলের পরও যানজটে পড়েছে গাড়িগুলো। ফলে ঈদযাত্রায় ভোগান্তি সঙ্গী করেই ঘরে ফিরতে হচ্ছে যাত্রীদের।

কোরবানি ঈদের ছুটি শুরুর আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। ফলে এই মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটারের দুই লেনের সড়ক একলেন করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পরিবহনগুলো একলেন ব্যবহার করছে।

এছাড়া উত্তরবঙ্গের পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর হয়ে ঘুরে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক হয়ে এলেঙ্গায় চারলেনে মিলিত হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এরপরও রোববার রাত থেকে পরিবহনের সংখ্যা বৃদ্ধি, টোল আদায় বন্ধ ও দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে।

রোববার ভোররাত সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনার কারণে টোল আদায় বন্ধ রাখা হয়। এরপর উত্তরবঙ্গগামী লেন বন্ধ হয়ে গেলে মহাসড়কে শুরু হয় যানজট। এরপর সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ফের সেতুর উপর দুর্ঘটনা ঘটলে বন্ধ হয় যান চলাচল। এরপর দুর্ঘটনার শিকার পরিবহনগুলো সরানোর জন্য টোল আদায় বন্ধ রাখা হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানিয়েছেন, ঈদের কারণে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। রাতে ও সকালে বঙ্গবন্ধু সেতুর একাধিক দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজট দেখা দিয়েছে। তবে সোমবার সকাল আটটার পর থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। যদিও এখনও মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে।

leave a reply