যমজ সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

যশোরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ের নারী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। রোববার (৩ সেপ্টম্বর) সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামে ইনিয়নের শ্রীপুর নতুন গ্রামের জামানের বাড়িতে ওই নারীর নরমাল ডেলিভারি হয়।

তবে মা ও শিশুদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার্ড করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় সন্ধ্যা পৌনে ৬টায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মা ও শিশু দুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

হাসপাতালের লেবার ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সেবিকারা জানান, সন্ধ্যায় অজ্ঞাত পরিচয়ের প্রসূতিকে ভর্তি করা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। বর্তমানে মা ও শিশু দুটি ভাল আছে। শঙ্কা কেটে গেছে।

এ বিষয়ে হাসপাতালে প্রসূতি ও যমজ শিশুর পাশে থাকা যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন জানান, রোববার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন এক প্রসূতি নারীকে ভর্তি করা হয়েছে। তার যজম ছেলে-মেয়ের জন্ম হয়েছে। কিন্তু তার পরিচয় শনাক্ত হয়নি। তাকে দেখার মত কোনও স্বজনের সন্ধান পাওয়া যায়নি। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসেছি। আমরা মা ও শিশু দুটির দেখাশোনা করছি। মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসার পর সেটি বন্ধ হয়েছে। শিশু দুটির পরিচর্যার পাশাপাশি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছে এনজিও, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।

এডাব যশোরের সহ-সভাপতি শাহজাহান নান্নু বলেন, বাঘারপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই নারী ও তার দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনায় মা ও শিশুদের চিকিৎসা ও দেখভাল করার জন্য আমরা কাজ করছি।

বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস বলেন, খবর পেয়ে মা ও শিশু দুটিকে দেখতে এসেছি। জরুরী ভিত্তিতে কিছু উপহার সামগ্রী এনেছি।

leave a reply

Reendex

Must see news