মেসির ভবিষৎ জানা যাবে আজ বা কাল

বার্সেলোনা না আল হিলাল- ফুটবল বিশ্বে কান পাতলেই এখন শোনা যাবে এই প্রশ্ন। লিওনেল মেসির পিএসজি ছাড়ার সিদ্ধান্ত আসার পর থেকেই এটি এখন ফুটবল সংশ্লিষ্ট থেকে ভক্ত-সমর্থক কিংবা সমালোচক সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলার পরদিনই প্যারিসে আসেন আল হিলালের কর্মকর্তারা।

আবার বার্সেলোনাও দৃশ্যত কোন পদক্ষেপ না নিলেও, কখনোই আলোচনার বাইরে ছিলো না। সম্প্রতি মেসির বার্সায় ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তার বাবা ও এজেন্টে হোর্হে মেসি। তার সেই মন্তব্যের পর আশায় বুক বেঁধেছেন বার্সা সমর্থকরা। এবার তিনিই জানালেন, লিওনেল মেসির ভবিষৎ গন্তব্য স্থল জানা যেতে পারে আজই। সেটি না হলে আগামীকালের মধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন এলএমটেন। টুইট চ্যানেল হিহান্তেসকে হোর্হে মেসি বলেন, ‘সিদ্ধান্ত মঙ্গল অথবা বুধবার জানা যাবে।’

এর আগে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার বাসায় বৈঠক সেরেছেন হোর্হে মেসি। সেখানে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় আলাপ হয়। সেখান থেকে ফিরেই মেসির কাতালান ক্লাবটিতে ফেরার আগ্রহের কথা জানান তিনি। সেই সাথে ছেলেকে বার্সায় ফিরতে দেখলে তিনি নিজেও খুশি হবেন বলে মন্তব্য করেন। দলবদলের বাজারে বিশ্বস্ত সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোও বার্সায় ফেরা বিষয়ক সম্ভাবনার কথা বলেছেন। আবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর, আল হিলালকে এক বছরের জন্য চুক্তি স্থগিত রাখার কথা বলেছেন মেসি।

ফলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তাই অপেক্ষায় থাকতেই হবে বহুল প্রতীক্ষিত এই প্রশ্নের উত্তর পেতে।

leave a reply