পিএসজির সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর মেসির ভবিষৎ গন্তব্য নিয়ে শুরু হয়েছিলো গুঞ্জন। সাবেক ক্লাব বার্সেলোনা নাকি সৌদি আরবের লোভনীয় প্রস্তাব- কোথায় যাবেন মেসি? সে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মায়ামিতে যাওয়ার কথা জানান মেসি নিজেই। তবে চুক্তি সম্পন্ন ও মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে কবে পরিচয় করিয়ে দেবে সেটি জানায় নি যুক্তরাষ্ট্রের ক্লাবটি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের ঘোষণা আসলো ইন্টার মায়ামির পক্ষ থেকে।
মেসির ঘোষণার পর শুরুতে বলা হয়, জুলাইয়ের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক চুক্তিপ্রক্রিয়া সম্পন্ন করবে মায়ামি। ২১ জুলাই লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হবে মেসির। পরে জানা যায় ১৯ জুলাই ডিসি ইউনাইটেডের মাঠে আয়োজিত এমএলএস অল-স্টারস বনাম আর্সেনালের ম্যাচেও দেখা যেতে পারে মেসিকে। সেটি না হলে অল স্টারস ম্যাচের আগের দিন লিগের দক্ষতা প্রদর্শনী প্রতিযোগিতায় দিয়ে মেজর লিগ সকারে যাত্রা শুরু করবেন মেসি। তবে এর কোনটিই আনুষ্ঠানিক খবর ছিল না। শুক্রবার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, নিজেদের মাঠে ‘দ্য আনভেইল’ নামের জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে আগামী ১৬ জুলাই সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে মেসিকে। আর ২১ জুলাই মায়ামির হয়ে প্রথমবার মাঠে নামবে এই আর্জেন্টাইন তারকা।
বিবৃতিতে বলা হয়, ‘উল্লেখযোগ্য পরিচয় পর্বটিতে অন্তর্ভুক্ত থাকতে রোমাঞ্চকর বিনোদন। সঙ্গে মাঠে বক্তৃতার আয়োজনসহ আরও অনেক কিছু থাকছে।’ তবে সেদিন অবশ্য শুধু মেসিই নন, একই সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে মেসির সাবেক বার্সেলোনা–সতীর্থ স্প্যানিশ তারকা সের্হিও বুসকেতসকে ও জর্দি আলবাকে। উপস্থিত থাকতে পারেন ক্লাবের নতুন কোচ জেরার্দো টাটা মার্তিনোও। সম্প্রতি ইন্টার মায়ামি কোচের দায়িত্ব নিয়েছেন মার্তিনো। এর আগে বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে মার্তিনোর অধীন খেলেছিলেন মেসি।
লিওনেল মেসির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ইন্টার মায়ামির সমর্থকেরা। কিছুদিন আগেও সাদামাটা বিবেচিত হওয়া মার্কিন ফুটবলে এখন যেন নতুন রং লেগেছে। এখন অপেক্ষা শুধু মহাতারকার আগমনের।কিছুদিন আগেও সাদামাটা বিবেচিত হওয়া মার্কিন ফুটবলে এখন যেন নতুন রং লেগেছে। এখন অপেক্ষা শুধু মহাতারকার আগমনের। যদিও বর্তমানে খুব একটা ভালো অবস্থানে নেই ক্লাবটি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৯ ক্লাবের মধ্যে তাদের অবস্থান ২৮ নম্বরে। তবে মেসি-বুসকেতসদের সঙ্গে আরও কয়েকজন তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইন্টার মায়ামির।
Wow, marvelous blog layout! How lengthy have you been running a blog for?
you make blogging look easy. The whole glance of your site
is wonderful, let alone the content! You can see similar here e-commerce