মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ২৩ রোহিঙ্গার মৃত্যু

মিয়ানমারের রাখাইন রাজ্য উপকূলে নৌকাডুবিতে ২৩ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ৩০ জন এখনো নিখোঁজ আছেন। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে আটজনকে। প্রাণ হারানো রোহিঙ্গাদের মধ্যে ১৩ জন নারী এবং ১০ জন পুরুষ। বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুণো জানিয়েছে, নৌকায় থাকা ৫০ জনের বেশি যাত্রী সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিল।

রাখাইনের রাজধানী সিত্তের কাছে সাগরে নৌকাটি বড় একটি ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ভেঙে গেলে সেটিকে ওই অবস্থায় রেখে চালক ও কর্মীরা পালিয়ে যান। পরে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের অভিযোগ, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে পাচারকারীরা তাদের কাছ থেকে জনপ্রতি প্রায় চার হাজার ডলার করে নিয়েছে।

২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তা অভিযান শুরু করলে হাজার হাজার রোহিঙ্গা হত্যা ও নিপীড়নের শিকার হয়। সে সময় প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এছাড়া যেসব রোহিঙ্গা মিয়ানমারে থেকে গেছে, ২০২১ সালে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর তাদের অনেকে ঝুঁকি নিয়ে সাগরপথে বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছে।

leave a reply