মিশরে‌‌ বাংলাদেশ দূতাবাসে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ এই প্রতিপাদ্য নিয়ে মিশরে‌‌ বাংলাদেশ দূতাবাসের পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। রোববার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে নীল বাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা হয়েছে।

কায়রোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম নীল বাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারি ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বাংলাদেশে অটিজম নিয়ে যে সচেতনতা সৃষ্টি হয়েছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।‌ তিনি প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোকে এ বিষয়ে সচেতন হওয়র আহ্বান জানান‌।

তিনি বলেন, প্রতিটি অর্টিস্টিক শিশু-কিশোরের সুস্থ জীবনযাপনের জন্য তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। রাষ্ট্রদূত মিশরে বসবাসরত প্রবাসীদের এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশিরা অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগকে স্বাগত জানান‌। তারা অর্টিস্টিক শিশু-কিশোরদের প্রতি সহমর্মিতা জানানোর প্রত্যয় ব্যক্ত করেন।

leave a reply