ঢাকায় অবস্থানরত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মার্তিনেজের ঢাকা সফরের আয়োজক ফান্ডেডনেক্সট থেকে আমন্ত্রণ জানানো হয় মাশরাফিকে। সকালে প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সটের কার্যালয়ে মেয়ে হুমায়রা আর ছেলে সায়েলেকে নিয়ে মার্তিনেজের সঙ্গে দেখা করেছেন মাশরাফি। বাচ্চাদের নিয়ে মার্তিনেজের সঙ্গে ছবি তুলেছেন, আর্জেন্টাইন তারকাকে উপহার হিসেবে দিয়েছেন নিজের পরা বাংলাদেশ দলের একটা জার্সিও।
মাত্র ১১ ঘণ্টার সফরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো তারকা বাংলাদেশে এসেছেন। মার্তিনেজের সফরটি মূলত কলকাতা কেন্দ্রিক। তবে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার কথা জেনে মার্তিনেজই তো নিজের আগ্রহে তাঁর সফরসূচিতে কলকাতার সঙ্গে ঢাকাও যোগ করে নিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নিজের অনুভূতির কথা জানিয়েছেন মাশরাফি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মাশরাফির সঙ্গে মার্তিনেজের পরিচয় করিয়ে দেন। মাশরাফি বলেন, ‘পলক ভাই ওকে বলেছেন, আমি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এটা শুনে মার্তিনেজ বলল, বাংলাদেশে তো ক্রিকেট অনেক জনপ্রিয়। আমি বললাম, ক্রিকেট এখানে এক নম্বর খেলা, তবে এ দেশের মানুষ ফুটবলও অনেক পছন্দ করে।’
মাশরাফি নিজে এবং তাঁর দুই সন্তানও আর্জেন্টিনা দলের পাঁড় সমর্থক। মার্তিনেজের কাছ থেকে এরপর অটোগ্রাফ নিয়েছে মাশরাফির সন্তানেরা, ছবি-সেলফি তুলেছে। এরপর মাশরাফির মেয়ে হুমায়রা মার্তিনেজকে বাবার পরা বাংলাদেশ ক্রিকেট দলের একটা জার্সি উপহার দিয়েছে।
দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন এমিলিয়ানো মার্তিনেজ। এরপর বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মার্তিনেজ।