মাদারীপুরে ১৭-২২ ডিসেম্বর পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি।’
এ উপলক্ষে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অ্যাডভোকেসি সভা করেছে। এতে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। তিনি প্রসূতি মৃত্যু রোধে চিকিৎকদের সহায়তায় শতভাগ ডেলিভারি করার পরামর্শ দেন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সরকারি কর্মকর্তা, সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও এনজিও প্রতিনিধিরা।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ওয়ালিয়র রহমান। এসময় মা ও শিশু কেন্দ্রে সেবা সপ্তাহের উদ্বোধন ও বিভিন্ন কর্মপরিকল্পনার বিষয়ে জানানো হয়। এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিশেষ নির্দেশনা দেয়া হয়।