মাদারীপুরে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু


মাদারীপুরে শুরু হয়েছে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। ২৭ নভেম্বর সকালে শহরের লেকেরপাড় স্বাধীনতা চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, এমপি। পরে মেলার স্টলগুলো ঘুরে দেখেন তিনি।

মেলা উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পল্লব কুমার হাজরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মনিরুজ্জামান ফকির। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণসহ অনেকেই।

মেলায় শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সরকারি অফিস এবং তরুণ উদ্ভাবকদের  স্টলসহ মোট ১৯টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ডিজিটাল কৃষি সম্প্রসারণ নামে একটি সেবা বুথ রয়েছে। এছাড়াও মেলা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

leave a reply