মণিপুরে বিজেপির থেকে সমর্থন প্রত্যাহার কুকিদের

চলমান জাতিগত দাঙ্গা ও সহিসংতার কারণে ভারতের মণিপুরে ক্ষমতাসীন দল বিজেপি সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছে কুকি পিপলস অ্যালায়েন্স-কেপিএ। গত মে মাস থেকে কুকি জনগোষ্ঠীর সাথে হিন্দুপ্রধান মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকিদের অব্যাহত সহিংসতার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিয়েছে দলটি।

কেপিএর প্রধান তংমাং হাউকিপ মণিপুর রাজ্যের গভর্নরকে লেখা এক চিঠিতে বলেন, ‘বর্তমান সহিংসতা পরিস্থিতি সতর্কভাবে বিবেচনা করে আমরা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বর্তমান মণিপুর সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করছি।’ সেই সাথে আগামী ২১ আগস্ট থেকে শুরু হওয়া মণিপুর রাজ্যের অধিবেশনে তাদের এবং সমমনা বিধায়কদের যোগদানের না দেয়ার সম্ভাবনাই বেশি। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় জোটের সমর্থনসহ বিজেপির ৩৭, কুকি-জোমি জোটের ১০ ও কংগ্রেসের ৫ বিধায়ক রয়েছেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যেটিতে সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন পর্যন্ত অন্তত ২০০ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। পাশাপাশি মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে দেশটির সংসদ। মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান জানতে পার্লামেন্ট মূলতবীর প্রস্তাব দিয়েছে বিরোধীরা। তাদের দাবি, নিজের নিশ্চুপ অবস্থান ভেঙে মণিপুর বিষয়ে সুস্পষ্ট ব্যাখা দিতে হবে মোদিকে। তবে বিরোধীদের প্রতিবাদের মুখেও এখন পর্যন্ত এ বিষয়ে কোন মতামত বা মন্তব্য করেননি ভারতের প্রধানমন্ত্রী।

leave a reply