যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। ভার্জিনিয়ার রিচমন্ডে কমনওয়েলথ ইউনিভার্সিটির এটরিয়া থিয়েটারে একটি হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা হল থেকে বের হচ্ছিলেন। তখনই গুলি চালানো হয়।
এ ঘটনায় ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী ও তাঁর বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে তাঁদের নাম জানায়নি পুলিশ। হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। রিচমন্ডের পুলিশ প্রধান বলেছেন, আটক তরুণ নিহত ব্যক্তিদের অন্তত একজনকে চিনতেন। ধারণা করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলার ঘটনা ঘটেছে।
রিচমন্ডের পুলিশ প্রধান বলেছেন, ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। অন্যদের অবস্থা শঙ্কামুক্ত। রিচমন্ড পাবলিক স্কুলের সুপার জেসন কামরাস হামলার ঘটনাকে ঘৃণিত কর্মকাণ্ড হিসেবে অ্যাখায়িত করেছেন। এই হামলার ঘটনায় আবার দেশটিতে অস্ত্র আইন নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।