ভাগনার-মস্কো সমঝোতা, বেলারুশের পথে ভাগনার প্রধান

বেলারুশের মধ্যস্থতায় ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপ ও রাশিয়ার সমঝোতা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সমঝোতা অনুযায়ী ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিন বেলারুশে যাচ্ছেন। বিবিসি জানায়, বিদ্রোহের কারণে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো তুলে নেওয়া হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে খবরে বলা হয়, বিদ্রোহের কারণে ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো তুলে নেওয়া হবে। রক্তপাত এড়াতে এসব অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো প্রিগোশিনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তার প্রেক্ষিতেই প্রিগোশিনের বিরুদ্ধে যেসব ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল সেগুলো তুলে নেওয়া হবে। সেই সাথে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ভাগনারের যোদ্ধাদের চুক্তি হবে। ভাগনার যোদ্ধাদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য তাঁদের প্রতি ক্রেমলিন সব সময়ই শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেন পেসকভ।

ক্রেমলিনের এই ঘোষণা আসার পর রোস্তভ-অন-দন শহরের সামরিক সদর দপ্তর ত্যাগ করেছে প্রিগোশিন ও তাঁর যোদ্ধারা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মস্কোর হয়ে অংশ নেয় ভাগনার। পূর্ব ইউক্রেনের বাখমুতে লড়াইয়ে বড় ভূমিকা রেখেছে এই বাহিনী। তবে অস্ত্র সরবরাহে ঘাটতির অভিযোগ তুলে রাশিয়ার সামরিক নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন ভাগনার প্রধান প্রিগোশিন। এ নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েন তিনি।

বিদ্রোহ ঘোষণার পর শনিবার ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা শুরু করে ভাগনার। রাশিয়ার কয়েকটি শহর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনার দখলও নেয় ভাগনার। পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সেই অভিযান বন্ধে রাজি হয় ভাগনার। বেলারুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিনের সম্মতিতেই এ আলোচনা হয়েছে। লুকাশেঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিনিময়ে ভাগনারের যোদ্ধাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে।

leave a reply