ভর্তি পরীক্ষায় বিতর্কিত শিফট পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ মে) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কোন জুয়া খেলার আসর নয়, যে এখানে দৈব চয়নের ভিত্তিতে বাছাই করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করবে এটা আমরা আশা রাখি। আমরা লক্ষ্য করছি বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়ে তা রাখছে না৷ আমরা শিফট পদ্ধতি বাতিল চাই৷ শিফট পদ্ধতি বাতিল করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনৌজ কান্তি রায় বলেন, ‘আজকের মানববন্ধনে আমরা অভিন্ন প্রশ্নপদ্ধতি ও শিফট পদ্ধতি বাতিলের দাবিতে দাঁড়িয়েছি। প্রশাসন চাইলেই একটি অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিতে পারে। নিজেদের মুনাফা বৃদ্ধির জন্যই তারা এই শিফট বৈষম্য চালু রাখে। আমরা পূর্বেও তাদের বারবার বলেছি। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত করেনি। আমরা অবিলম্বে শিফট পদ্ধতি বাতিল করে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দাবি জানাই৷’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভিন্ন ভিন্ন শিফটে ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিফট পদ্ধতিতে মেধার অবমূল্যায়ন হয় আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।