ভন্দ্রুসোভার ইতিহাসের দিনে জাবির হতাশা

একজনের সামনে দুজনকেই হাতছানি ছিলো আরব ও আফ্রিকার প্রথম নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের। আরেকজনের সামনে ছিল টেনিসের উন্মুক্ত যুগে প্রথম নারী অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের। ফলে এ বছর নারী এককের ফাইনাল আলাদাভাবে লেখা থাকবে উইম্বলডনের ইতিহাসে। সে ম্যাচটিতে উনস জাবিরকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্লাম জয়ের স্বাদ পেয়েছেন মারকেতা ভন্দ্রুসোভা। তাতে র্যাঙ্কিংয়ের ১৪ নম্বর বাছাই হয়ে উইম্বলডন জিতে ভন্দ্রুসোভা যেমন নতুন ইতিহাসের সৃষ্টি করেছে, অন্যদিক আরেকটি হতাশার গল্পও লিখেছেন জাবির।

উইম্বলডনের নারী এককের ফাইনালে মুখোমুখি হওয়ার আগে টেনিসের মেজর টুর্নামেন্টের দুটি করে ফাইনাল খেলেছিলেন উনস জাবির ও মারকেতা ভন্দ্রুসোভা। দুটি ম্যাচেই হার সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছিলো দুজনকেই। জাবির গত বছরই হেরেছেন দুটি ফাইনাল। আর ভন্দ্রুসোভা ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনের পর হেরেছেন ২০২১ অলিম্পিকের ফাইনালে। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে জাবিরকে ৬–৪, ৬–৪ গেমে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন ভন্দ্রুসোভা। আর টানা তিনটি ফাইনাল হারে দুঃখটা যেন আরও বাড়ল তিউনিসিয়ান তারকা জাবিরের।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো করেছিলেন জাবির। তবে ফেবারিট হিসেবে খেলতে নামার চাপে ভুল করে বসেন। ৬–৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন ভন্দ্রুসোভা। দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রাখেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। তবে লড়াই করেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি জাবির।

leave a reply