চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। তবে ম্যাচ শেষ হলেও এখনো আলোচনায় লর্ডস টেস্ট। আর সে আলোচনার বিষয়বস্তু ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর স্টাম্পিং। এই আউটকে ঘিরে পক্ষে-বিপক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। বাদ যাননি ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষকরাও।
এবার সে দলে নাম লিখিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বেয়ারস্টোর আউটের ঘটনায় অজিদের পক্ষে কথা বলেছেন ক্রিকেটের চেতনা বিষয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে আলোচিত অশ্বিন।
জনি বেয়ারস্টোর আউট নিয়ে আলোচনার হচ্ছে মূলত ক্রিকেটের ‘চেতনার পরিপন্থী’ বিষয়ে। ইংল্যান্ডের ইনিংসের ৫২তম ওভারের শেষ বলটি ছিল বাউন্সার, যা মাথা নিচু করে ছেড়ে দেন বেয়ারস্টো। এর পরপরই পপিং ক্রিজ ছেড়ে স্টোকসের সঙ্গে কথা বলতে বাইরে বেরিয়েছেন। এ দিকে ক্যারি বল হাতে জমিয়েও রাখেননি, ধরেই দূর থেকে বল ছুড়ে স্টাম্প ভাঙেন। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন মাঠের আম্পায়াররা। তৃতীয় আম্পায়ার জানান বেয়ারস্টা আউট হয়েছেন।
ইংলিশ অধিনায়ক বেন স্টোকস যেমন এই আউটকে সঠিকই মনে করলেও, অস্ট্রেলিয়ার জায়গায় থাকলে এমন আউট করতেন না বলেও মন্তব্য করেছেন। তার সাথে সুর মিলিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগও। আবার ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার বলেছেন, ‘যা আইন অনুযায়ী বৈধ সেখানে ‘স্পিরিট’ খোঁজা যৌক্তিক কাজ নয়।’ অশ্বিনও বেয়ারস্টোর আউটে কোনো সমস্যা দেখছেন না।
লর্ডস টেস্টের পর এক টুইট বার্তায় অশ্বিন বলেন, ‘আমাদের অবশ্যই একটি সত্য পরিষ্কার করে বলতে হবে। টেস্ট ক্রিকেটে একজন উইকেটকিপার কখনোই এত দূর থেকে স্টাম্পকে তাক করতে পারবে না, যদি না সে দেখে ব্যাটসম্যান বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, যেটা বেয়ারস্টো করেছে। খেলার অন্যায্য দিক বা চেতনার চেয়ে অনেক সময় ফলাফলটাই মূখ্য বিষয় হয়ে দাড়ায়। আর সেক্ষেত্রে সমালোচনা না করে সেই স্মার্টনেসের প্রশংসা করতে হবে।’
অশ্বিন নিজেও বেশ কয়েকবার এমন আলোচনার মুখে পড়েছেন। আইপিএলে জশ বাটলারকে মানকাড করায় তার ক্রিকেটীয় চেতনা নিয়ে প্রশ্ন উঠেছিলো। সে সময়ও নিজের অবস্থান ব্যাখা করতে গিয়ে এরকমটাই জানিয়েছিলেন এই ভারতীয় অফ স্পিনার।