বেরোবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য জীবন বৃত্তান্ত আহ্বান

আংশিক কমিটি ঘোষণার প্রায় ১০ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয় শাখা। কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে সংগঠনটি। 

সোমবার শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম জীবনবৃত্তান্ত আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে শাখা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে আগামী ২১ মে বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে আগ্রহী পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র অনুষদ ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

এছাড়া, জীবনবৃত্তান্তের সঙ্গে সকল শিক্ষা সনদের অনুলিপি, অধ্যয়নরত বিভাগের বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়নপত্রের কপি, নিজ জেলা/উপজেলা আওয়ামী লীগ কর্তৃক প্রত্যয়নপত্রের কপি, ক্রীড়া/সামাজিক/সাংস্কৃতিক বা অন্য কোনো দক্ষতামূলক কর্মকাণ্ডের সনদ/স্বীকৃতির কপি ও দুটি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে বলা হয়েছে। 

গত বছরের ৩১ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি পোমেল বড়ুয়া ও শামীমকে সাধারণ সম্পাদক করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

leave a reply