বেরোবিতে ফ্লাসের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠন ফিল্ম এন্ড আর্ট সোসাইটিরউদ্যোগে হয়ে গেল সাংস্কৃতিক সন্ধ্যা। সংগঠনটির সদস্যদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও বিকাশের লক্ষ্যে এই আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ফ্লাস এর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিতি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম, অনুষ্ঠানের স্পন্সর Rek Labib Agency এর রংপুর বিভাগের এরিয়া মার্কেটিং এক্সিকিউটিভ এইচ এম হৃদয় কবির। এতে সভাপতিত্ব করেন ফ্লাসের বর্তমান সভাপতি অভিজিত দত্ত।

আয়োজনে সংগঠনের  সদস্যরা নাচ, গান, আবৃত্তি, একক অভিনয়সহ একাধিক পরিবেশনায় অংশ নেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম চমক ছিল উপস্থাপনায়। পুরো আয়োজন পরিচালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন রিয়াজ।

ফ্লাস এর সাধারণ সম্পাদক জসীম উদ্দীন রিয়াজ বলেন ‘আমরা ফিল্ম এন্ড আর্ট সোসাইটি সূচনালগ্ন থেকেই সুস্থ বিনোদন চর্চায় বিশ্বাসী। আশা রাখছি, সেই ধারা অব্যাহত রাখায় নবাগতরা আজকের মতোই প্রাণবন্ত থাকবে।’

এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের আমন্ত্রিত অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

leave a reply