বিশ্বকাপ শেষ ব্রেসওয়েলের

বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির থাবায় বিপর্যস্ত নিউ জিল্যান্ড। আইপিএল খেলতে গিয়ে লিগামেন্টের ইনজুরিতে কেইন উইলিয়ামসন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আগেই। এবার একিলিস ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের।

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে উস্টারশায়ার র্যাপিডসের হয়ে ব্যাটিংয়ের সময় পায়ে চোট পান ব্রেসওয়েল। এই চোটে ৮ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। ব্রেসওয়েলের ইনজুরি দলের জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন কিউই কোচ গ্যারি স্টিড। চোটের কারণে ব্রেসওয়েলের বিশ্বকাপে না খেলার বিষয়ে গ্যারি স্টিড বলেন, ‘চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্যই দুঃখজনক। তিন সংস্করণেই আমরা ব্রেসওয়েলের দক্ষতা দেখেছি এবং ভারতে বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিল।’

নিউ জিল্যান্ড ক্রিকেট জানায়, বৃহষ্পতিবার ইংল্যান্ডে অস্ত্রোপচার করাবেন ব্রেসওয়েল। এরপর তাঁর পুর্নবাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে তাকে। ব্রেসওয়েলের পাশাপাশি উইলিয়ামসনের সর্বশেষ অবস্থাও জানিয়েছেন স্টিড। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘এনজেডহেরাল্ড’কে তিনি বলেন, ‘কেইন লড়াই করছে, মাঠে ফিরতে যা যা করা দরকার করছে। তবে তার না থাকার সম্ভাবনাই বেশি।’

leave a reply

Reendex

Must see news