বিশ্বকাপের ঘটনায় বিভ্রান্তিকর খবরে চটেছেন বিসিবি বস

বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়ার আগে দলে তামিমের অন্তর্ভুক্তি নিয়ে নাটকের পরও বড় আশা নিয়েই বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ দল। লক্ষ্যটা সেমিফাইনাল খেলা হলেও মাত্র দুই জয় নিয়ে দেশে ফেরে টাইগাররা।

বিশ্বকাপ ব্যর্থতার ময়না তদন্তে আলোচনায় আসে নানা বিষয়। এর মধ্যে একটি বেসরকারি টেলিভেশনের খবরে প্রচারিত হয়, বিশ্বকাপ চলাকালীন স্পিনার নাসুম আহমেদকে চড় মেরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এ নিয়ে ধারাবাহিকভাবেই সংবাদ পরিবেশন করতে থাকে কয়েকটি নামকরা ইউটিউব চ্যানেল এবং বেসরকারি টিভি চ্যানেলটি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কলকাতায় হেড কোচকে গিয়ে শাসিয়েছেন, এমন দাবিও করা হয়।

শনিবার মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। এ ধরনের সংবাদকে ডাহা মিথ্যা বলে দাবি করেছেন বিসিবি বস।

বিসিবি সভাপতি বলেন, ‘আমি জানি না (নাসুমকে চড় মারার ঘটনা)। আমি কোনওদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনও কথাই শুনিনি, একটা টিভিতে প্রচার করার আগে। এখানে প্রথম একটা জিনিসই আমি বলেছি উনাদের যারাই আমার সঙ্গে কথা বলে, এখানটায় বলা হয়েছে আমি জানি।’

‘আমাকে বলা হয়েছে। আমি গিয়ে আবার কোচকে খুব শাসিয়েছি। এরকম কিছু। আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা আমি জানি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন।’

এ ধরনের ঘটনায় ভুল তথ্য ছড়িয়ে পড়ে কি না? এ প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমি এটা তো বলতে পারবো না। এ প্রশ্ন আমাকে করাটা কঠিন।’