বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানকে অভ্যর্থনা জানাতে পটুয়াখালীর বাউফল আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ৩ ঘন্টা রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে বিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি তার আগমন উপলক্ষ্যে বুধবার সকালে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ের টেস্ট পরীক্ষাও স্থগিত করা হয়।
বুধবার সকাল ১০টায় ওই বিদ্যালয় পরিদর্শনে আসার কথা থাকলেও বিভাগীয় কমিশনার এসে পৌঁছান দুপুর দেড়টায়। আর বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকাল ৭টা থেকে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়। আমিন উল আহসানকে বিদ্যালয় কর্তৃপক্ষ লালগালিচায় অভ্যর্থনা জানিয়েছে। শিক্ষার্থীরা বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানায়। এসময় তার সাথে ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমানসহ সরকারি বেশ কয়েকজন কর্মকর্তা।
বিভাগীয় কমিশনার ওই বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এরপর দুপুর দুইটায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। বিকাল ৩টার দিকে তিনি বিদ্যালয় ত্যাগ করেন।
এর আগে বিভাগীয় কমিশনার দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানেও তাকে লালগালিচায় অভ্যর্থনা জানানো হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষ্যে বুধবার সকাল ৭টার মধ্যে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে, স্যার আসবেন বলে আমরা বাসা থেকে কোনো কিছু না খেয়েই সকালে বিদ্যালয় এসেছি। এরপর সকাল ১০টা থেকে আমাদের বিদ্যালয়ের প্রবেশ পথে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা অনেকেই ক্লান্ত হয়ে পড়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, বুধবার আমাদের উচ্চতর গণিত বিষয়ের টেস্ট পরীক্ষা ছিল কিন্তু বিভাগীয় কমিশনার স্যার বেলা ১০ টায় আসবেন বলে পরীক্ষা স্থগিত করা হয়। তিনি এসেছেন দুপুর দেড়টায়। ইচ্ছে করলে স্কুল কর্তৃপক্ষ সকালে আমাদের পরীক্ষা নিতে পারতো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন, আজ উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা ছিল। তারিখ পরিবর্তন করে আগামী শনিবার পরীক্ষা নেয়া হবে।
এ ব্যাপারে বিভাগীয় কমিশনার আমিন উল আহসানকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি কথা বলতে পারব না। আমি একটি প্রোগ্রামে আছি।’
বিভাগীয় কমিশনারের একান্ত সচিব নজরুল ইসলাম বলেন, ‘ওই বিদ্যালয় কোনো পরীক্ষা আছে তা কর্তৃপক্ষ আমাদেরকে পূর্বে অবহিত করেনি। খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখা হবে।’