প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়। শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সবশেষ বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। প্রথমবার বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে থাকা হৃদয় অল্প সময়েই মন জয় করে নিয়েছেন জাফনা কিংসের সকলের।
এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরেছেন হৃদয়। বিদায় বেলায় তরুণ এই ক্রিকেটারকে শুভকামনা জানিয়েছে জাফনা কিংসের সতীর্থরা ও প্রধান কোচ কান্দাম্বি। দলটির টুইটারে পোষ্ট করা এক ভিডিওতে দেখা যায় হৃদয়কে উদ্দেশ্য করে কথা বলছেন কান্দাম্বি। সেখানে তিনি শুভকামনা জানানোর পাশাপাশি হৃদয়কে নিয়ে রসিকতাও করেছেন তিনি। বলেন, ‘এটাই তোমার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আমি তোমাকে শুভকামনা জানাই। আশা করি, প্রচুর রান করবে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নয়।’
কোচের সাথে সুর মিলিয়েছেন তার সতীর্থ শোয়েব মালিকও। কান্দাম্বির কথা টেনে নিয়ে শোয়েব বলেন, শুধু শ্রীলঙ্কা নয়, পাকিস্তানের বিপক্ষেও খুব বেশি রান করা যাবে না। তাদের রসিকতায় আশপাশের অন্যরাও হেসে ফেলেন। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে ৬ ইনিংসে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন হৃদয়। রয়েছে একটি ফিফটিও। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিনে অবস্থান করছেন এই বাংলাদেশি ক্রিকেটার। তার চেয়ে বেশি রান রয়েছে বাবর আজম ও টিম সাইফার্টের।