বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বিকেলে বাসায় ফিরবেন। শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।

তিনি জানান, বিকেল ৫টায় হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার ও হৃদরোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

গত সোমবার মধ্যরাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর দুই মাস আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পাঁচদিন পর মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছিলেন তিনি।

leave a reply