বিএনপি স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় আসতে চায়: নাছিম

বিএনপির উদ্দেশ্য ও লক্ষ্য হলো তারা যেকোনো মূল্যে অতীতের স্বৈচারী কায়দায় এ দেশের শাসনভার নিতে। তারা সন্ত্রাসের উত্তরাধিকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বুধবার (৫ এপ্রিল) দুপুরে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর প্রাঙ্গনে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাছিম আরও বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, শেখ হাসিনার উপহার নিয়ে মানুষের দ্বারে দ্বারে, মানুষের বাড়িতে বাড়িতে নিয়ে যাচ্ছে। আরেকদিকে ওই বিএনপি-জামায়াত যারা গণতন্ত্রের শত্রু, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, তারা দেশের মানুষের পাশে না দাঁড়িয়ে তারা ইফতার মাহফিল করে পাঁচ তারকা হোটেলে বসে। সেখানে দেশি বিদেশিদের নিয়ে আনুষ্ঠানিকতা পালন করে আর, আর মানুষের দুর্দশা নিয়ে তারা রাজনীতি করে।

নাছিম অভিযোগ করেন, বিএনপি জামায়াত আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করে। আন্দোলনের নামের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে। আন্দোলন জনগণকে নিয়ে করতে হয়, কিন্তু তারা আন্দোলন করে সন্ত্রাসীদের সাথে নিয়ে, বিএনপির শত্রু হল জনগণ। জনগণকে জিম্মি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় তারা।

বিএনপি জানায়াত বাংলাদেশকে বিরাজনীতিকরণ করতে চায়, বাংলাদেশের মানুষের অধিকার খর্ব করতে চায়। বাংলাদেশের মানুষ আত্মনির্ভরশীল হোক এটা তারা চায়না। যে কারণে গণতন্ত্রের ধারাবাহিকতা তারা ধ্বংস করতে চায়। তারা পাকিস্তানে হানাদার বাহিনীর দোসর, তাদের মিত্র দেশবিরোধী স্বাধীনতা বিরোধীরা। যারা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাধা দিয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা চাইনি তাদের সাথে সখ্যতা সৃষ্টি করে বাংলাদেশকে বিপদগ্রস্ত করা, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশের স্বৈরশাসন কায়েম করার জন্য তারা সেই পথে হাঁটছে।

নাছিম আরও বলেন, আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষের সাথে আছি, মানুষকে নিয়েই শেখ হাসিনার নেতৃত্বে যেকোন অশুভ কর্মকাণ্ডকে প্রতিহত করব। শান্তি, সম্প্রীতি, গণতন্ত্র, নির্বাচন সবগুলো আমরা জনগণকে সাথে নিয়ে করব। একইসাথে এসবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন দেশের মানুষকে সাথে নিয়ে আমরা তাদের প্রতিহত করব। জাতির পিতা সোনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব।

বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, ব্যাপক আয়োজন ছিল ইফতার নিয়ে দেশব্যাপী, কিন্তু বৈশ্বিক কারণে দ্রব্যমূল্যের উর্ধগতির এ অবস্থায় শেখ হাসিনার নির্দেশ এবার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত ইফতার পার্টির যে সংস্কৃতি সেটা বন্ধ করে সেই অর্থ সাশ্রয় করে অসহায়, গরীব দুঃখী জনগোষ্ঠিকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করতে বলেছেন। সেই নির্দেশনা মোতাবেক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আজকের এই ইফতার ও ঈদ সামগ্রী অসহায় মানুষের মাঝে তুলে দেয়ার আয়োজন করেছে।

আজম আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, এখন এই বাংলাদেশকে শেখ হাসিনা নিয়ে যেতে চান সামনের দিকে। আর ১৯৭১ সালের পরাজিত শক্তি, ষড়যন্ত্রকারী যারা ৭৫ সালে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করেছে তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।

তিনি আরও বলেন, সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচন ভন্ডুল করার জন্য অতীতের মতো আবারও তারা ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ষড়যন্ত্র মোকাবিলা করব।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, কাজী মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।

leave a reply