বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ফারুক খান

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান বিএনপিকে উদ্দেশ্যে করে বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের অস্তিত্ব থাকবে না, তাই তারা তলে তলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেইসঙ্গে অন্যান্য বেশ কয়েকটি আওয়ামী বিরোধী রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সহযোগী সংঠনের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় ফারুক খান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিয়ে বিশ্ব নেতাদের দেখিয়ে দিবে আওয়ামী লীগ। কিন্তু বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে তারা দেশকে আবার পাকিস্তান বানিয়ে দেবে।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ডিজিটাল থেকে এখন স্মার্ট দেশে রুপান্তরিত হচ্ছে। বিশ্বের বুকে এখন উন্নয়নের মহাসড়কে দ্রুত ধাবমান বাংলাদেশ। এটা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। 

দেশকে এগিয়ে নিতে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলে জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিপুল ভোটে জয় লাভ করার উদ্দেশ্যে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করে যাবার পরম আহ্বান জানান এই নেতা ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস প্রমুখ।

leave a reply