বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি আজ শুক্রবার পা রাখল ৪৬ বছরে। দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এইদিনে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দলটির যাত্রা শুরু হয়। নানা চড়াই-উৎরাই পেরিয়ে বিএনপি এখন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল।

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে নিহত হন। এরপর সময়ের পরিক্রমায় দলটির হাল ধরেন জিয়াউর রহমান পত্নী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে তিনবার ক্ষমতায় আসে দলটি। তিনবারই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া।

এরপর টানা তিন দফায় ১৬ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা অনেক আগে থেকেই কোণঠাসা। গত জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পর বড় আন্দোলন গড়ে তুলতে পারেনি দলটি। সাংগঠনিকভাবে কিছুটা ঘুরে দাঁড়ালেও মামলা ও গ্রেফতারে নেতাকর্মীদের নাজেহাল অবস্থা। দলটির শীর্ষ কাণ্ডারি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি পাশে পাচ্ছেন না নেতাকর্মীরা।

এর মধ্যেই কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচন তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কয়েক বছর আগে থেকেই আন্দোলন করে যাচ্ছে। ইতোমধ্যে সরকারের পদত্যাগসহ নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে দলটি। যাকে নেতারা বলছেন, ‘ফাইনাল’ পরীক্ষা। এ পরীক্ষায় সফল না হলে অস্তিত্ব সংকটে পড়ার শঙ্কা রয়েছে। যে কারণে এ আন্দোলন বিএনপির জন্য ‘বাঁচা মরার লড়াই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আওয়ামী লীগ সরকারকে হটাতে শুধু বিএনপির ঐক্য নয়, জাতীয় ঐক্য সৃষ্টি করা হয়েছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফল নেতৃত্বে দলের ঐক্য অটুট ও সুদৃঢ় হয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হবে আন্দোলনের মাধ্যমে হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাসহ বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের মানবিক মর্যাদা সুরক্ষা করা। জনগণকে নিয়ে এই আন্দোলনের সফলতা এখন সময়ের ব্যাপার মাত্র।

সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে। পাঁচ বছরের দায়িত্ব পালন শেষে ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ সকালে দলের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা থাকছে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি।

leave a reply