বিএনপি’র পার্টি অফিসে পবিপ্রবি ছাত্রলীগের হামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের নেতৃত্বে দুমকি উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর দেড়টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে উপজেলা বিএনপির অফিসে হামলা চলানো হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি অফিসের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে।

উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান অভিযোগ করেছেন, ছাত্রলীগ নেতারা ভাঙচুরের পাশাপাশি লুটপাটও করেছে। বিএনপি অফিসে থাকা এক লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বিএনপির নেতৃবৃন্দ জানান, এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ আইনি ব্যবস্থাও নেয়া হবে।

এ বিষয়ে পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগ এবং যুবলীগের উপর বিএনপি নেতাকর্মীর হামলার প্রতিবাদে আজকের কর্মসূচি ছিল।

তবে দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে কিছুই জানা নেই আমার। আজ আমাদের কোন কর্মসূচিও নেই।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত করে দেখছি।

পবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, আমি লোকমুখে ঘটনার কথা শুনেছি। কিন্তু কোন পক্ষই কোন অভিযোগ করেনি।

leave a reply