বিএনপি’র নাশকতা ঠেকাতে প্রস্তুত আ’লীগ: শাজাহান খান

আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটি উস্কানিমূলক কথাবার্তা ছড়াচ্ছে। বিএনপি অরাজনৈতিকভাবে উস্কানিমূলক কথাবার্তা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজার সংলগ্ন মিলমাঠে দুধখালী ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিত সভায় তিনি একথা বলেন। 

শাজাহান খান আরও বলেন, ‘আওয়ামী লীগ বিএনপি’র মহাসমাবেশ প্রতিহত করার পরিকল্পনা করেনি। আওয়ামী লীগ বলেছে, বিএনপি বিগত দিনে তাদের বিভিন্ন সভা সমাবেশের নামে, হরতালের নামে যানবাহন পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, গাড়ী ভাংচুর করেছে। এই ঘটনাগুলো যখন মানুষ মনে করে তখন আতংকিত হয়।’ 

তিনি আরও, ২০১৩ সালের ৫ মে ঢাকায় শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনে বিএনপি উস্কানি দিয়েছিল। সেদিন তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এবারও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে তারা।

শাজাহান খান আরও বলেন, ‘আমরা শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত থাকব যাতে কোন ধরনের নাশকতা না করতে পারে। আমরা তাদের সমাবেশ প্রতিহত করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না।’ 

পরিচিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাশার, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান খান শফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান।

দুধখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ, যবুলীগ, স্বেচ্ছাসেবকলীগ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। সভায় আগামী তিন বছরের জন্য ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

leave a reply