বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, চমক দিপু-মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে প্রথবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান।

আঙুলের চোটের কারণে এই টেস্টে খেলা হচ্ছে না নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের। তার পরিবর্তে আফগানদের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সাদা পোশাকে বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে আত্নপ্রকাশ করবেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

চোট কাটিয়ে এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম ও রেজাউর রহমান রাজা। সাদমানের জায়গায় দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। মাঝে রান খরার কারণে বাদ পড়লেও, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তার সফলতার কারণে তাকে দলে ফেরানো হয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

অনুর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের হয়ে সাফল্যের কারণে নতুন মুখ শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসানকে জাতীয় দলের রাডারে আনা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। দুই বিশেষজ্ঞ স্পিনারের সাথে পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে স্পিন নির্ভরতার জায়গা থেকে বের হয়ে এসে পেস আক্রমণে ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।

আগামী ১০ জুন ঢাকায় আসবে আফগানিস্তান দল। ১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্টটি।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

leave a reply